Rules For Free content writing course in bangladesh:

আপনার কাজ হবে প্রতিদিন ১টি টপিক বা বিষয় নিয়ে সর্বনিম্ন ৭০০ থেকে ১০০০ শব্দের মধ্যে একটা আর্টিকেল লেখা।

লেখা বাংলা / ইংরেজি দুই ভাবেই লিখতে হবে।

তবে ইংরেজিতে বেশী। যেহেতু বেশীর ভাগ কাজ বাইরের দেশের জন্য হয়ে থাকে।

একদিনে একটা আর্টিকেল বা কন্টেন্ট লিখবেন ঠিকই, কিন্তু একেক সময় একেক টপিক বা বিষয় নিয়ে লিখতে হবে।

ধরেন আজ লিখেছেন Fitness নিয়ে, কাল Technology নিয়ে পরশু Business নিয়ে।

এইরকম ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আপনার লিখতে হবে।

প্রতিদিন রাত ১০টার দিকে আপনাকে আর্টিকেল লেখার জন্য Keyword দেয়া হবে (যাকে লেখার টপিক বলা হয় আরকি) যা আপনি এর পরের দিন রাত ১০ টার দিকে জমা দিবেন।

এইভাবেই প্রতিদিন লিখতে হবে।

টানা ৩ মাস করতে হবে আমাদের সাথে কাজ। কারণ আপনারা কাজ করবেন সরাসরি একটা লাইভ ওয়েবসাইট এর মধ্যে।

যে ওয়েবসাইটটি এক জন ক্লাইন্ট আমাদের করতে দিয়েছেন।

Free Content writing course in bangladesh

১ম মাসে আপনি Normally লেখা লিখতে থাকবেন।

আমরা আপনাকে keyword দিবো এবং সেটা নিয়ে রিসার্চ করে লিখে জমা দিবেন।

কি ভাবে লিখবেন সবকিছু আমরা শিখিয়ে দিবো।

আপনারা যে লেখা গুলো লিখবেন তা ঠিকই ওয়েবসাইটে published করা হবে যেখানে আপনার নাম সহ উল্লেখ থাকবে।

২য় মাসে আপনারা লিখবেন ঠিকই তবে সেটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে লিখবেন।

ওয়েবসাইট আমরাই দিবো আপনাদের যেটাতে ক্লাইন্ট এর জন্য কাজ করা হবে।

আপনারা নিজেরাই আর্টিকেল লিখবেন,নিজেরাই আর্টিকেলে SEO করবেন, নিজেরাই সব কিছু করবেন যা ও আমরা শিখিয়ে দিবো৷

৩ মাসে ওয়েবসাইট এর জন্য Domain কিনা,Website Design, আর্টিকেল লেখা, SEO থেকে শুরু করে Website টা Google এ Rank করা করা সব কিছু আপনারাই করাবেন।

এই পুরো project টি চলবে ৩ মাস ধরে।

তারমানে ৩ মাসের মধ্যে Content Writing, SEO,Digital Marketing, Website Design এই সব নিয়ে ধারণা পাবেন এবং নিজেরাই নতুন করে করতে পারবেন। যেহেতু ৩ মাস ধরে আপনারা সরাসরি প্রাকটিকাল ভাবে করবেন।

content writing course in bangladesh

তাই ৩ মাস পর থেকে আপনারা আপনাদের কাজ এর একটা সম্মানি পাবেন।

সেটা আমাদের এইখানে হোক বা অন্য কোথাও।

তবে পাবেন যে সেটা নিশ্চিত যদি ৩ মাস সঠিক নিয়মে সব কিছু করেন।

আপনি মূলত আমরা যা করি তাই করবেন।

যা আপনি নিজে নিজে করবেন।

আমরা আলাদা কোন কিছু শেখায় না।

আমরা দীর্ঘ কয়েক বছর ধরে ওয়েবসাইট জগতের সাথে আছি। অনেক ওয়েবসাইট এর জন্য Domain কিনেছি,হোস্টিং নিয়ে website তৈরী করেছি,ওয়েবসাইট টার জন্য Keyword Research করেছি, আর্টিকেল লিখেছি, SEO করেছি এরপর Website Rank করিয়েছি, Google Adsense Approval করিয়েছি, অনেক ওয়েবসাইট বিক্রি ও করেছি।

এইভাবে একই কাজ কয়েকবছর ধরেই করতেছি।

Boot-camp কী:

Boot – Camp হচ্ছে একটা website এর জন্য যে কাজ গুলো করা হয় সেখানে আপনারা নিজেরা ও যুক্ত থেকে কাজটি করে করে শেখা।

এতে কাজ শিখতে ও পারবেন সে-ই সাথে অভিজ্ঞতা ও হবে আপনার এবং পরবর্তীতে ঐসব কাজ এর অভিজ্ঞতা গুলো আপনার CV তে দেখাতে ও পারবেন।

যে আপনি কতটি প্রজেক্টে কাজ করেছেন এবং কতটি ওয়েবসাইট এর জন্য করেছেন।

কী ভাবে শিখবেন বা আমরা কী ভাবে শেখাবো:

সরাসরি ওয়ান টু ওয়ান কথা বার্তায় কাজ গুলো হবে।

যেমন: আপনার সাথে কথা বলে কাজ দেয়া হবে এবং আপনি যখন কোন জায়গায় আঁটকে যাবেন তখন সেটা ও সরাসরি আপনার সাথে কথা বলে শিখিয়ে দেয়া হবে।

সেটা হোক Massanger, what’sapp বা Google Meet অথবা কোন ভিডিও বা রিসোর্স এর মাধ্যমে।

মোট কথা কাজ করতে গিয়ে আঁটকে গেলে আপনার সুবিধা অনুযায়ী বা যেভাবে করলে আপনার ঐসময় সমস্যা টা সমাধান হবে সেই ভাবে আপনাকে Support দেয়া হবে৷

এই ৩ মাসে আমাদের কোন টাকার লেনদেন হবে না।

নাহ, আপনি টাকা পাবেন,

নাহ আমাদেরকে ফী দিবেন।

আমাদের এই Boot-camp সম্পূর্ণ ফ্রী।

কারা এই Boot-camp এ অংশগ্রহণ করতে পারবেন:

সবার জন্য উন্মুক্ত

উপরের বিষয় গুলোতে যদি রাজি থাকেন বা আপনার যদি মনে হয় আপনি পারবেন তাহলে আমাদের whatsapp এ Join হতে পারেন।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *